দেশব্যাপী গণটিকা কর্মসূচি চলাকালে কুমিল্লা নগরীতে একটি টিকাকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। কেন্দ্রটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন।
কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সোমবার বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নির্ধারিত কেন্দ্রটিতে সোমবার ৬০০ ডোজ ভ্যাকসিন দেয়ার কথা ছিল। এর মধ্যে ৪৭৫ ডোজ ভ্যাকসিন দেয়ার পর কেন্দ্রে শুরু হয় বিশৃঙ্খলা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি লাইন ভেঙে নিজেদের লোককে আগে টিকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে ক্ষিপ্ত হন লাইনে অপেক্ষমাণ লোকজন। তখন তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় কেন্দ্রটি বন্ধ করে দেয় কুমিল্লা সিটি করপোরেশন। ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিন কুমিল্লা নগরীর ৩, ১৫ ও ২৩ নম্বর ওয়ার্ডে নির্ধারিত ডোজের বাইরেও ২২০ ডোজ করে বেশি টিকা দেয়া হয়।
কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, ‘আমি বিশৃঙ্খলার কথাটি শুনেছি। এসব বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘টিকা দেয়ার সময় স্থানীয় প্রভাবশালীরা বারবার শৃঙ্খলা ভঙ্গ করছেন। টিকা বাড়িয়ে দিচ্ছি, তারপরও নিয়মভঙ্গের প্রবণতা থেকে তারা বেরিয়ে আসতে না পারলে ভবিষ্যতেও সমস্যা হবে।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, সংবাদ পেয়ে টিকাকেন্দ্রে যান থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। তিনি ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।