নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের হামলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার চার অনুসারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ৯টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চর ফকিরা ইউনিয়নের বাসিন্দা ভুট্রু পাটোয়ারী, মেহেদী হাসান, সাব্বির হোসেনও ভুট্রু মেম্বার।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কাদের মির্জার অনুসারী চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদীসহ ছয়-সাত জন শাহ আলমের চা দোকানে বসেছিলেন। একদল মুখোশধারী সেখানে হামলা চালিয়ে চার জনকে আহত করে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। অপর দুই জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, ‘আমরা দোকানে বসে চা খাচ্ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই বাদল বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে আমরা প্রাণে বেঁচে যাই।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি চা দোকানদারের বরাত দিয়ে জানান, সন্ত্রাসীরা মুখোশ পরিহিত থাকায় কেউ চিনতে পারেনি। তবে আহতদের অভিযোগ, কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।