বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৌরীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  •    
  • ৯ আগস্ট, ২০২১ ০২:০২

৮ নম্বর ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ে রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার বলেন, বিকাশ ব্যবসায়ী মইনুল হাসান পলাশের লাশ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে।

নিহতের চাচাত ভাই জাহিদ হাসান বাবু জানান, পলাশ চরশ্রীরামপুর মোড়ের বাজারে মোবাইল, ফ্লেক্সিলোড, নগদ, বিকাশের ব্যবসা করতেন। দোকান বন্ধ করে ৪-৫ লাখ টাকাসহ বাড়িতে ফিরছিলেন।

সঙ্গে কয়েকটি মোবাইল ফোনও ছিল। পথে চরশ্রীরামপুরের ফজলুল হকের পুকুরপাড়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

৮ নম্বর ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, হত্যার ঘটনা অনুসন্ধান চলছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

এ বিভাগের আরো খবর