নবী হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাব্বির নামের এক যুবক ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার বিকেলে তাদেরকে চট্টগ্রাম জেলা জজ আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ভৈরবে, সোহাগপুর এলাকায় তারা আত্মগোপনে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মনির হোসেন নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নবী হোসেন নামের ওই লোকের সঙ্গে পরোকিয়া সম্পর্ক ছিল ২৩ বছর বয়সী সাব্বিরের মায়ের। এর জেরে সাব্বিরের বাবা আনোয়ার হোসেনের সঙ্গে মায়ের বিচ্ছেদ ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে নবী হোসেনকে খুনের পরিকল্পনা করেন সাব্বির।
গত বছরের ১৬ অক্টোবর দাওয়াতের কথা বলে ভৈরবের বাসা থেকে নবী হোসেনকে কৌশলে গাড়িতে তুলে নেন সাব্বির। পরে গাড়িতেই গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে করা হয় নবী হোসেনকে। ওই গাড়িতে মরদেহ নিয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়ায় জঙ্গলে ফেলে দেন সাব্বির।’
‘পরে মরদেহটি উদ্ধার করে পটিয়া থানা পুলিশ। মরদেহের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেয়া হয়।
‘পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে একটি মামলা করেন পটিয়া থানায়। মামলাটির তদন্তভার দেয়া হয় পিবিআইকে।’
পুলিশ কর্মকর্তা মনির আরও বলেন, ‘খুনের সাতদিন পর ভৈরব থেকে গাড়িটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। জিজ্ঞাসাবাদে তারা সম্পূর্ণ ঘটনা স্বীকার করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় সাব্বির ও তার মা শিউলিকে গ্রেপ্তার করা হয়।’
রোববার বিকেলে চট্টগ্রাম জেলা জজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।