বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের চিকিৎসা সেবা বাড়ানোর লক্ষ্যে ১০০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। পাশাপাশি হাসপাতালের করোনা ইউনিট পরিচ্ছন্ন রাখতে ৩০ জন কর্মীও দিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি।
বরিশালে ইউনিসেফ কর্মকর্তারা রোববার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলামের কাছে এই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহম্মেদ বলেন, ‘বরিশালে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
‘সেই সব দিক বিবেচনা করে আমরা বড় আকৃতির ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ৯০টি অক্সিমিটার ও করোনা ইউনিট পরিচ্ছন্ন রাখতে ৩০ জন কর্মী দিয়েছি হাসপাতালে।’
এই সহায়তা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলেও জানান ইউনিসেফের এই কর্মকর্তা।
অক্সিজেন সিলিন্ডার বিতরণের সময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস উপস্থিত ছিলেন।