করোনা আক্রান্ত রোগীদের সেবায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে চালু করা হয়েছে ‘জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংক’।
পটুয়াখালী প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে রোববার সকালে এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন।
আলমগীর বলেন, ‘পটুয়াখালীতে বাসা-বাড়িতে থাকা করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহের জন্য এই অক্সিজেন ব্যাংক চালু করা হলো।’
তিনি আরও বলেন, ‘এই সেবার জন্য চারটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। ০১৭১৮৪৫২৮৬১, ০১৭১৫১৬৬৯৮১, ০১৭৬০৭৭৬৭৫৪ ও ০১৭৭১৪৯৮৭০৭-এই নম্বরগুলোতে ফোন করলেই জেলা আওয়ামী লীগের লোকজন নিজ উদ্যোগে রোগীদের বাড়িতে পৌঁছে দেবে ফ্রি অক্সিজেন।’
প্রথম দিন ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মোহম্মদ শহীদুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালালা আহমেদসহ আরও।