বরিশালে করোনা আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব। জেলা প্রশাসনের পরিচালনায় এই কার্যক্রম শুরু হবে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিয়ে।
বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে রোববার দুপুরে এই সিলিন্ডারগুলো তুলে দেন রোটারী ক্লাবের সদস্যরা।
বরিশাল রোটারী ক্লাবের সদস্য কাজী মিরাজ মাহামুদ বলেন, ‘করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করছে। এই সংকট মোকাবিলায় বরিশাল রোটারী ক্লাব ও খুলনা অক্সিজেন ব্যাংক ১০০ সিলিন্ডার দিয়ে করোনা আক্রান্তদের সেবা দেয়ার পরিকল্পনা করি। খুলনা থেকে ৭ জন স্বেচ্ছাসেবকও এসেছেন। তাদের দেখভালের দায়িত্ব নিয়েছে বরিশাল জেলা প্রশাসন।’
তিনি বলেন, ‘বরিশাল জেনারেল হাসপাতালের সামনে একটি কেন্দ্র স্থাপনের মাধ্যমে জেলা প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম ২৪ ঘণ্টা চলমান থাকবে।
‘শুধু অক্সিজেন সেবা নয়, করোনা আক্রান্তদের চিকিৎসায় রেমিডেসিভির নামে একটি ইনজেকশন রয়েছে একশোটির মতো। একেকটা রেমিডেসিভির দাম প্রায় ৩ হাজার ৫০০ টাকা। এই ওষুধ কারো দরকার হলে আমরা আমাদের কেন্দ্রর মাধ্যমে দিতে পারবো।
০১৭৪৫০৩৬৫৪০, ০১৭১২৭০০৩৩৮, ০১৯৬৯৭৯৩৮৭৬, ০১৭৬৭৫৮১৭২২ ও ০১৯৯৯৭৮৫৮৯৩ নম্বরে ২৪ ঘণ্টা কল করলেই পাওয়া যাবে এই সেবা।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় বরিশাল রোটারী ক্লাব সদস্য মাহামুদুল হক খান মামুন ও কাজী আল মামুন উপস্থিত ছিলেন।