কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক নুসরাত জাহান ঊর্মি বিকেল চারটার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন কুমিল্লা সদর উপজেলার মো. এমদাদুল হক, তার ভাই মো. আবু কাউছার, ধনুয়াখোলা গ্রামের মো. তৌহিদুল ইসলাম, মো. জাকারিয়া, মো. আলাউদ্দিন ও বড়দৌল গ্রামের আব্দুল মতিন।
তাদের মধ্যে এমদাদুল হক সম্পর্কে আবদুল মতিনের জামাতা।
উপজেলার বাখরাবাদ ও ধনুয়াখোলা এলাকায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৪৬ হাজার জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।