পঞ্চগড় শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নার্সারি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড মসজিদপাড়া এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম দিলজার হোসেন পারভেজ।
তার বাড়ি আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কালমেঘ কবিরাজ পাড়ায়।
স্থায়ীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অনেকদিন ধরে ওই নার্সারিতে কাজ করতেন পারভেজ। প্রতিদিনের মতো আজ সকালেও নার্সারির একটি টিনের ঘরে ফুল গোছানোর কাজ করছিলেন।
ঘর ঘেঁষে যাওয়া তার লিকেজ হলে পুরো ঘর বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে সেলিং থেকে কিছু নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পারভেজ। সেখানেই মৃত্যু হয় তার। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।