বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকাকেন্দ্রে স্বেচ্ছাসেবক-কাউন্সিলরের বাগ্‌বিতণ্ডা

  •    
  • ৮ আগস্ট, ২০২১ ১৮:০২

স্বেচ্ছাসেবরা জানান, রোববার সকালে কাউন্সিলর ফরহাদ তার শ্যালকসহ কয়েকজন তরুণকে নিয়ে টিকাকেন্দ্রে আসেন। তিনি স্বেচ্ছাসেবকদের তার শ্যালককে টিকা দেয়ার ব্যবস্থা করতে বলেন। ওই তরুণের বয়স ২৫ না হওয়ায় টিকা দেয়ার বিষয়ে স্বেচ্ছাসেবকেরা অপারগতা জানায়। এ সময় ফরহাদ টিকাগ্রহীতাদের নামের তালিকাসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নেন এবং স্বেচ্ছাসেবকদের ধমক দেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একটি করোনার টিকাকেন্দ্রের স্বেচ্ছাসেবকদের সঙ্গে এক কাউন্সিলরের বাগ্‌বিতিণ্ডার হয়েছে।

তার বিরুদ্ধে বুথের কাগজপত্র ছিনিয়ে নিতে নেয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল টিকাদান কার্যক্রম।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের নওমহল এলাকার নওমহল প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে কাজ করছিল ক্লিনআপ বাংলাদেশ নামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাদ আলম। তিনি মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

স্বেচ্ছাসেবরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাউন্সিলর ফরহাদ তার শ্যালকসহ কয়েকজন তরুণকে নিয়ে টিকাকেন্দ্রে আসেন। পরে স্বেচ্ছাসেবকদের তার শ্যালককে টিকা দেয়ার ব্যবস্থা করতে বলেন। ওই তরুণের বয়স ২৫ না হওয়ায় টিকা দেয়ার বিষয়ে স্বেচ্ছাসেবকেরা অপারগতা জানায়।

এ সময় ফরহাদ টিকাগ্রহীতাদের নামের তালিকাসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নেন এবং স্বেচ্ছাসেবকদের ধমক দেন। পরে তিনি উৎসব সিংহ নামের এক স্বেচ্ছাসেবকের শার্টের কলার ধরে টেনে বুথের বাইরে আনেন ও গালিগালাজ করেন।

ক্লিনআপ বাংলাদেশের সাধারণ সম্পাদক শুভ্র চক্রবর্তী বলেন, ‘আমরা ঘটনাটি সিটি করপোরেশনের মেয়রকে জানায়। মেয়র ঘটনার সুরাহা করবেন বলে আশ্বস্ত করেছেন। ওই ঘটনায় আধাঘন্টার মতো টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। পরে আবার কার্যক্রম শুরু হয়।’

এ ঘটনায় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ আলমের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরিচয় দিয়ে এসএমএস দিলেও নিউজবাংলার এই প্রতিবেদককে তিনি কোনো উত্তর দেননি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ঘটনাটি জানার পর কাউন্সিলরকে টিকাকেন্দ্র থেকে চলে যেতে বলেছি এবং পুনরায় টিকা কার্যক্রম চালু করতে বলেছি।

‘উভয় পক্ষের ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটতে পারে। স্বেচ্ছাসেবক, কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠকে বসে ঘটনার বিষয়ে আলোচনা করা হবে।’

এ বিভাগের আরো খবর