নাটোরের গুরুদাসপুরে পিকআপভ্যান উল্টে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় রোববার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
নিহতদের মধ্য চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার পাথুরিয়ার তানজিমা বিথী, টাঙ্গাইল সরাতৈল এলাকার মো. মামুন, কুষ্টিয়া ফিলিপনগরের শহিদুল ইসলাম, মেহেরপুর সাহারবাটি জসিম উদ্দিন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুপুর ২টার দিকে নাটোরের বনপাড়া থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই এক নারী ও চার পুরুষ যাত্রী নিহত হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।
আহত অবস্থায় ২ শিশুসহ ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।