রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আসামির নাম ওসমান গণি। মাদকসহ তাকে শনিবার রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে থানায় নিয়ে তার নামে মামলা দেয়া হয়।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এই তথ্য জানান।
তিনি বলেন, থানায় নেয়ার পর অসুস্থ বোধ করছে জানানোয় ওসমানকে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এসআই আবুল কালাম জানান, হাসপাতালের জরুরী বিভাগে ওসমানকে ভর্তি করার পর এক হাতের হাতকড়া খুলে ইনজেকশন দেয়া হয়। এরপর টয়লেটে যাওয়ার কথা বলে উঠে দাঁড়িয়ে আশপাশের পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে দৌঁড়ে পালিয়ে যান তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান নিউজবাংলাকে জানান, আসামিকে খোঁজা হচ্ছে। তাকে গ্রেপ্তারের পর হাসপাতালে তাকে হেফাজতে রাখা পুলিশ সদস্যের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।