বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘রহস্যময় ঘটনার’ পর শিশুর মরদেহ পুকুরে

  •    
  • ৭ আগস্ট, ২০২১ ২৩:০১

বিসকা ইউপি সদস্য সাত্তার বলেন, ‘শিশুটির মা সাবিকুন্নাহার জানান, রাতে সাদা কাপড় পরে দুই নারী ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলতে বলেন। দরজা খোলার পর ওই দুই নারী সাঈমকে পানি খাওয়ানোর কথা বলে কোলে নেন। বাড়ির কাউকে না ডেকে তিনি শিশুটিকে দুই নারীর হাতে তুলে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।’

ময়মনসিংহের তারাকান্দায় মায়ের কাছ থেকে কেড়ে নেয়া সাঈম নামের ২২ দিনের শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা সাবিকুন্নাহারকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়ায় বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটি শুক্রবার রাত ৩টা থেকে নিখোঁজ ছিল।

সাঈম লালমা মধ্যপাড়ার হুমায়ুন কবিরের সন্তান। হুমায়ুন ঢাকার একটি কারখানায় কাজ করেন।

ঘটনাটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিসকা ইউপি সদস্য সাত্তার।

তিনি বলেন, ‘রাত ৩টার পর ওই শিশু নিখোঁজ হয়। শিশুকে পরিবারের লোকজন না পেয়ে তার মা সাবিকুন্নাহারকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানান, সাদা কাপড় পরে দুই নারী ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলতে বলেন। দরজা খোলার পর ওই দুই নারী সাঈমকে পানি খাওয়ানোর কথা বলে কোলে নেন।

‘সাবিকুন্নাহারও বাড়ির অন্য কাউকে না ডেকে শিশুটিকে দুই নারীর হাতে তুলে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর সন্তানকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরিবারের লোকজন টের পেয়ে সাঈমকে খোঁজাখুঁজি শুরু করেন।’

ইউপি সদস্য সাত্তার জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখেন পরিবারে লোকজন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ঘটনাটি জানতে পেরে শিশুর মাকে সন্দেহ হয়। পুলিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবিকুন্নাহারকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার রহস্য উদঘাটন করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এ বিভাগের আরো খবর