গাজীপুর মহানগরের পূবাইলে নিখোঁজের পরদিন বিল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের পদ হারবাইদ এলাকার বিল থেকে শনিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জাহাঙ্গীরের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার মাথাভাঙা গ্রামে। সে পরিবারের সঙ্গে পদহারবাইদ এলাকায় ভাড়া বাসায় থাকত। ১৩ বছরের জাহাঙ্গীর হারবাইদ ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জাহাঙ্গীরের মা জোবেদা খাতুন জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীরের দুই বন্ধু মো. তামিম ও মো. সানি ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নেয়। সন্ধ্যার পরও জাহাঙ্গীর বাড়ি না ফিরলে তারা জানায়, সে করমতলা এলাকায় গেছে। রাতে তিনি পূবাইল থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার স্থানীয় লোকজন বিলে তার ছেলের মরদেহ দেখে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) ইলতুৎ মিশ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় জাহাঙ্গীরের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।