করোনার টিকা নেয়ার পর স্বেচ্ছাসেবকরা টিকাগ্রহীতাদের ফুল দিয়ে জানালেন অভিনন্দন। সঙ্গে দিলেন নাশতা ও মাস্ক। ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের উদ্যোগে টিকা নিতে আগ্রহী করে তুলতে এ অভিনব ব্যবস্থা।
শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টিকাকেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায় এ চিত্র।
শনিবার উপজেলার ১১টি ইউনিয়নের পঁচিশোর্ধ্ব ৬ হাজার ৬০০ জন করোনার টিকা নিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা টিকাগ্রহীতাদের জন্য ফুল, নাশতা ও মাস্কের ব্যবস্থা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মো. সাইফউদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের সঙ্গে কথা বলেই ফুল, মাস্ক ও নাশতার ব্যবস্থা করেছেন ইউপি চেয়ারম্যানরা।
তিনি বলেন, ‘১১টি ইউনিয়নের চেয়ারম্যানরা মিলে ফুল, নাশতা ও মাস্কের ব্যবস্থা করেছেন। কোনো কোনো ইউনিয়নে টিকাগ্রহীতাদের জন্য গাছের চারা ও চা-কফির ব্যবস্থাও করেছেন।’
উপজেলার বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানরা ইউএনওর সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম। উনি (ইউএনও) সম্মতি দেয়ার পর আমাদের ব্যক্তিগত খরচে টিকাগ্রহীতাদের জন্য ফুল, মাস্ক ও চা-নাশতার ব্যবস্থা করেছি।’
তিনি আরও বলেন, ‘গ্রামের মানুষের সচেতনতা একটু কম। সাধারণ মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করতেই এ উদ্যোগ।’
আনোয়ারা সদর ইউনিয়নে টিকা নিতে আসা রকি ধর নামের এক ব্যক্তি বলেন, ‘টিকা নেয়ার পর স্বেচ্ছাসেবকরা আমাদের সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তা ছাড়া মাস্ক এবং নাশতাও দিয়েছেন। আমরা সবাই এতে অনেক খুশি।’