বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত এক নারী হাসপাতালে চিকিৎসা চলাকালে মারা গেছেন।
জেলার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার সকালে ওই নারীর মৃত্যু হয়।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহন হন তিনি।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বর্মণ।
মৃত নারীর নাম সফুরা খাতুন। তিনি সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের আছু প্রামাণিকের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জোড়গাছা এলাকার স্থানীয় সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল সফুরাকে পেছন থেকে ধাক্কা দেয়। সড়কে পড়ে গুরুতর আহত হন সফুরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানেই চিকিৎসা চলাকালে মারা যান তিনি।
শেরপুর থানার এসআই তন্ময় জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানার রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।