সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তোফাজ্জল হোসেন জানান, নিহত ব্যক্তি অনেকটা বিবস্ত্র অবস্থায় ছিলেন। তবে পাশে একটা টিশার্ট ও প্যান্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো মালবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ শনিবার সকাল সাড়ে দশটার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তোফাজ্জল হোসেন জানান, রেলে কাটা পড়ে মরদেহ কয়েক টুকরো হয়ে গেছে। নিহত ব্যক্তি অনেকটা বিবস্ত্র অবস্থায় ছিলেন। তবে পাশে একটা টিশার্ট ও প্যান্ট পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতে কোনো মালবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হচ্ছে।’
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।