বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’

  •    
  • ৬ আগস্ট, ২০২১ ২১:০৪

বরুড়া থানার ওসি ইকবাল জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরের সামনে পিটিয়ে আহত করা হয় রোজিনাকে। শুরুতে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই তার মৃত্যু হয়।

কুমিল্লার বরুড়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার মধ্যরাতে মৃত্যু হয় ওই নারীর।

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

ওই নারীর নাম রোজিনা বেগম। তিনি বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের চোত্তাপুকুরিয়া গ্রামের মোল্লা বাড়ির সোহেল মিয়ার স্ত্রী।

ওসি ইকবাল জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরের সামনে পিটিয়ে আহত করা হয় রোজিনাকে। তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই রোজিনার মা জাহানারা বেগম ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম জানায়নি পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, সোহেল তার চাচাতো ভাইদের পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন। চাচাতো ভাই নুরু মোল্লার ছেলে জোবায়ের হোসেন, জলিল মিয়ার ছেলে জামাল হোসেন, শরিফ হোসেন ও রহমত উল্যাহর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে প্রায়ই সোহেলের বসতঘরের জমি নিয়ে ঝগড়া হতো।

এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাচাতো ভাইদের সঙ্গে ঝগড়া শুরু হয় সোহেলের। রোজিনাও এতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকেরা রোজিনাকে পিটিয়ে আহত করেন।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার বলেন, ‘এ ঘটনায় আগের করা মামলাটিকে হত্যা মামলা হিসেবে নেয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর