করোনাভাইরাস পরিস্থিতিতে কাজ না থাকায় অর্থনৈতিক সংকটে পড়ে বগুড়া সদর উপজেলায় এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তারা জানান, সংসারে অভাব-অনটনের কষ্ট সহ্য করতে না পেরে রুবেল মিয়া নামে ওই যুবক শুক্রবার দুপুর ১২টার দিকে অতিমাত্রায় গ্যাসের ওষুধ সেবন করেন। অসুস্থ হয়ে পড়ার পর স্বজনরা বুঝতে পেরে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
রুবেল সদর উপজেলার নারুলী ভান্ডারপাড়া এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার মণ্ডল।
স্থানীয়রা জানান, রুবেল পেশায় দিনমজুর। স্ত্রী ও দুই শিশুকন্যাকে নিয়ে তার সংসার। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় তার পরিবারে অভাব দেখা দেয়। পারিবারিক অশান্তির কারণে শুক্রবার অতিমাত্রায় গ্যাসের ওষুধ সেবন করে আত্মহত্যা করেন তিনি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।