করোনা আক্রান্তদের চিকিৎসাসেবার জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে এই সিলিন্ডারগুলো দেয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানার হাতে সিলিন্ডারগুলো তুলে দেয়া হয়।
এসব সিলিন্ডারের মধ্যে ১৫টির ধারণ ক্ষমতা ৪০ লিটার করে। বাকি ১৫টি ধারণ করতে পারে ১০ লিটার করে অক্সিজেন।
পরে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
ডিসি শাহিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় যোগ দেন আইইবির বর্তমান প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ভাইস প্রেডিসেন্ট ইঞ্জিনিয়ার নুরজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শিবলু, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকসহ আরও অনেকে।
জেলা প্রশাসক বলেন, অক্সিজেন সিলিন্ডারগুলোর মাধ্যমে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টে থাকা রোগীদের সেবা দেয়া সহজ হবে।