ব্রডগেজ রেলপথে ভারত থেকে আরও ১৯ ওয়াগন পাথর এসেছে নীলফামারীর চিলাহাটিতে।
ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় এই পাথরের ওয়াগনগুলো।
প্রতিটি ওয়াগনে গড়ে ৫৯ টন করে মোট এক হাজার ১২২ টন পাথর এসেছে। ওয়াগন রেখে ভারতীয় ইঞ্জিনটি (লোক মোটিভ) ভারতে ফিরে গেছে।
চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, এর আগে ১ আগস্ট বিকেলে ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ টন পাথর নিয়ে পণ্যবাহী ট্রেন চিলাহাটি আসে। এসব পাথর যশোরের নওয়াপাড়ায় পাঠানো হয়েছে।
দ্বিতীয় দফায় বৃহস্পতিবার যে ১৯টি ওয়াগনে পাথর এসেছে তা যাবে নীলফামারীর সৈয়দপুরে। সেখানে পাথর খালাস করা হবে।
২০২০ সালের ১৭ ডিসেম্বর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন উদ্বোধন করা হয়েছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী।
উদ্বোধনের সাত মাস পর এ পথে পণ্য পরিবহনে উভয় দেশ সব আনুষ্ঠানিকতা শেষ করে ক্লিয়ারেন্স দিয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্কের আরও একটি নতুন দিগন্ত উম্মোচিত হয়েছে। এখন থেকে এ পথে ভারত, নেপাল ও ভুটান থেকে পন্য আমদানি-রপ্তানি করা সম্ভব হবে।