যশোরে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিউজবাংলাকে এ কথা জানান। তিনি বলেন, আইসোলেশনে রাখায় হাবিবুর রহমান অভিমান করে বুধবার ভোরে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
মৃত হাবিবুরের বাড়ি উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামে। আরবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, হাবিবুর করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার ঘর ও ব্যবহৃত জিনিসপত্র আলাদা করে দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে জেনেছেন।
হাবিবুরের ভাই জিয়াউর রহমান জানান, তার বড় ভাই ৩১ জুলাই থেকে করোনা পজিটিভ হয়ে বাড়িতে ছিলেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই হাবিবুরের মৃত্যু হয়। মৃতের গলায় দাগ রয়েছে।
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পজিটিভ হয়েছেন আরও ১৫০ জন।
যশোর সিভিল সার্জনের অফিসের তথ্য কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেন।