বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিনি কখনও এসপি কখনও ডাক্তার

  •    
  • ৩ আগস্ট, ২০২১ ১৯:৩৬

পুলিশ বলছে, প্রেমর সম্পর্কের এক পর্যায়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলে রাখতেন সাদ্দাম। পরে তাদের সেসব দেখিয়ে ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের টাকা দাবি করতেন।

কখনো পুলিশ সুপার, কখনো সেনা কর্মকর্তা আবার কখনো ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়ানো এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

নওগাঁ শহরের মল্লিকা ইন হোটেল থেকে সোমবার রাত ৮টার দিকে সদর থানা পুলিশ কামরুল হাসান সাদ্দামকে আটক করে।

২৮ বছর বয়সী সাদ্দাম যশোরের ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সাদ্দাম বিভিন্ন সময় নিজেকে পুলিশ সুপার, জেলা প্রশাসক, গোয়েন্দা পুলিশ, ডাক্তার, সেনাবাহিনীর অফিসার, বড় ব্যবসায়ীসহ বিভিন্ন পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে সখ্যতা বাড়তেন।

প্রেমর সম্পর্কের এক পর্যায়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলে রাখতেন। পরে তাদের সেসব দেখিয়ে ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের টাকা দাবি করতেন।

এসপি মান্নান বলেন, ছেলের মৃত্যুর পর বিষণ্ণতায় ভুগছিলেন নওগাঁর এক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান। এ সুযোগে সাদ্দাম নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে মোবাইলে মা-ছেলের সম্পর্ক গড়ে তুলে যাতায়াত শুরু করেন।

তাকে চেয়ারম্যান পদে নির্বাচনি টিকিটসহ বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার কথা বলে গত বছরের নভেম্বরে তিন লাখ টাকা হাতিয়ে নেন সাদ্দাম। এরপর থেকে তাকে এড়িয়ে চলতে শুরু করেন ওই নারী।

ওই ভাইস চেয়ারম্যান জানতে পারেন, সোমবার সাদ্দাম নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন। পরে তিনি থানাকে জানালে পুলিশ সাদ্দামকে আটক করে।

এসপি মান্নান জানান, এক বছর আগে শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করেন সাদ্দাম। পরে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। তাকে বিদেশে পাঠানোর কথা বলে দেড় লাখ টাকা ও দুইটি ফাঁকা চেক হাতিয়ে নেন।

এরপর মেয়েটির দোতলা বাড়ির দিকে নজর পড়ে সাদ্দামের। ফাঁকা চেক ও গোপনে ধারণ করা ভিডিও দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে গত রোববার তাকে বিয়ে করতে বাধ্য করেন।

পুলিশ প্রাথমিক অনুসন্ধানে নিজ এলাকায় সাদ্দামের দুই স্ত্রীর সন্ধানে পায়। এ ছাড়া তার গ্রামের বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাদ্দাম। তিনি অবৈধ ভার্চুয়াল মুদ্রা (বিট কয়েন) ব্যবসার সঙ্গেও জড়িত।

এসপি বলেন, সাদ্দামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় দুইটি মামলা হয়েছে। আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, গাজিউর রহমান, সাবিনা ইয়াসমিন ও সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম।

এ বিভাগের আরো খবর