টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাত ভাই।
উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ। রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।
সরেজমিনে গিয়ে জানা যায়, চাচাত দুই ভাই রহমান ও তালহাজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী রবিউলের ছেলে রাফির সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে রহমান ও তালহাজ পুকুরে পড়ে যায়।
তখন রাফি দৌড়ে গিয়ে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে তাদের উদ্ধারে ছুটে যান অভিভাবক ও স্বজনরা।
পরে তাদেরকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়া মণ্ডল জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় শিশু দুটির।