চট্টগ্রামের সীতাকুন্ডে একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন এক সাইকেলচালক।
উপজেলার বাড়বকুণ্ড পিএইচপি গেট এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল মন্নান। তার বাড়ি উপজেলার সীতাকুন্ড থানার নড়ালিয়া এলাকায়। তিনি স্থানীয় কেএসআরএম কারখানার নিরাপত্তারক্ষী ছিলেন।
বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, সোমবার সকালে কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুল মন্নান। পথে পিএইচপি গেট এলাকায় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় মন্নানকে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নজরুল আরও জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক।
আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।