গাজীপুরের কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
সোমবার সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ২১ বছর বয়সী এক যুবককে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, বক্তারপুর ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন আসামি। এতে রাজি না হলে তাকে উত্ত্যক্ত করা হতো।
৩০ জুলাই শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কৌশলে মেয়েটিকে ফোনে ডেকে নিয়ে ধর্ষণ করেন যুবক।
উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, মেয়েটির মা বাদী হয়ে একজনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়ার পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।