চট্টগ্রামের কর্ণফুলীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার মইজ্জারটেক এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিনের বাড়ি মইজ্জারটেক এলাকাতেই।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার নিউজবাংলাকে জানান, সোমবার সকালে মইজ্জারটেক এলাকার নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি৷ এতে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনানুগ-প্রক্রিয়া গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।