ঢাকার সাভারে অটোরিকশার ভাড়া নিয়ে তর্কের জেরে যাত্রীর লাথিতে চালকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ফজলুল হক নামের ওই যাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
উপজেলার নরসিংহপুর-কাশিমপুর সড়কের ইউসুফ মার্কেট এলাকার দুর্জয় রেস্টুরেন্টের সামনে সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিমের বাড়ি গাজীপুরের কাশিমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকায়।
ফজলুল হক একই থানাধীন শুড়াবাড়ি রাইসমিল এলাকার বাসিন্দা।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাছিব শিকদার নিউজবাংলাকে জানান, সকালে নরশিংহপুর-কাশিমপুর সড়কের শুরাবাড়ি রাইসমিল এলাকা থেকে আলিমের অটোরিকশায় উঠেন ফজুলল। পরে ইউসুফ মার্কেট এলাকায় ওই যাত্রীকে নামিয়ে দেন আলিম।
তখন পাঁচ টাকা ভাড়া দিতে চাইলে চালক আলিম তা নিতে চান না। এ সময় তাদের মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে ফজলুল রেগে গিয়ে অটোরিকশার ছাদের রড ধরে ঝুলে চালক আলিমকে লাথি মারেন।
এতে অটোরিকশাসহ আলিম মাটিতে পড়ে যান। অটোরিকশার ছাদের অংশে থাকা রডে আলিমের মাথার একপাশে আঘাত লাগে। রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এসআই আরও জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিও পুলিশ হেফাজতে আছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।