মাদারীপুর সদরের একটি পুকুর থেকে নিখোঁজ এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার মধ্য খাগদী এলাকা থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবার।
নিহত ওই কলেজছাত্রর নাম জিহাদ মাতুব্বর। তিনি মাদারীপুর পুলিশ লাইনের কর্মচারী রাজু মাতুব্বরের ছেলে এবং সরকারি মাদারীপুর কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, শনিবার রাতে জিহাদের সঙ্গে তার বাবা রাজুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ রাগ করে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
রোববার সকাল ১০টার দিকে জিহাদের বাড়ির পাশেই একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করেন। তার মুখ থেকে রক্ত ঝরছিল।
জিহাদের বাবা রাজু মাতুব্বর বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারো তো কোনো শত্রুতা নাই। তবুও কে মারল আমার ছেলেকে? আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘জিহাদের পরিবার তার লাশ উদ্ধার করে হাসপাতালে আনে। হাসপাতালে গিয়ে দেখি লাশটির মুখ দিয়ে রক্ত ঝরছিল।
‘এটি দুর্ঘটনা না হত্যা, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’