হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনার জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস আপনের জামিন শুনানি পিছিয়েছে।
শুনানির জন্য আগামী মঙ্গলবার নতুন তারিখ রেখছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতে রোববার ঝুমন দাসের জামিন শুনানি দিন ঠিক করা থাকলেও বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার উপস্থিত না থাকায় শুনানির দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমনের আইনজীবী দেবাংশু শেখর দাশ।
তিনি বলেন, ‘আজ ঝুমনের জামিন শুনানির তারিখ ছিল। কিন্তু জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাহেবের মা মারা যাওয়ায় তিনি সুনামগঞ্জ আসতে পারেননি। তাই জামিন শুনানির দিনটি মঙ্গলবার ধার্য করা হয়েছে।’
শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলার পরের ছবি।
গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে শানে রিসালাত সম্মেলন নামে একটি সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে হেফাজতের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক বক্তব্য দেন।
এই সমাবেশের পরদিন ১৬ মার্চ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দিরাইয়ের পার্শ্ববর্তী উপজেলা শাল্লার নোয়াগাঁওয়ের যুবক ঝুমন দাস আপন। স্ট্যাটাসে তিনি মামুনুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনেন।
সেদিনই তাকে ধরে নিয়ে যায় পুলিশ। ২২ মার্চ পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে মামলা করে।
মামুনুলের সমালোচনাকে ইসলামের সমালোচনা বলে এলাকায় প্রচার চালাতে থাকে তার অনুসারীরা। এতে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি আঁচ করতে পেরে নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা ১৬ মার্চ রাতে ঝুমনকে পুলিশের হাতে তুলে দেন।
শাল্লা হিন্দুপল্লিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে হেফাজত সমর্থকরা। ছবি: সংগৃহীত
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সকালে কয়েক হাজার লোক লাঠিসোঁটা নিয়ে মিছিল করে হামলা চালায় নোয়াগাঁও গ্রামে। তারা ভাঙচুর ও লুটপাট করে ঝুমন দাসের বাড়িসহ হাওরপাড়ের হিন্দু গ্রামটির প্রায় ৯০টি বাড়ি, মন্দির। ঝুমনের স্ত্রী সুইটিকে পিটিয়ে আহত করা হয়।
এরপর ২২ মার্চ ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম।
শাল্লায় হামলার ঘটনায় শাল্লা থানার এসআই আব্দুল করিম, স্থানীয় হাবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল ও ঝুমন দাসের মা নিভা রানী তিনটি মামলা করেন। তিন মামলায় প্রায় ৩ হাজার আসামি। পুলিশ নানা সময়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। কিন্তু তারা সবাই এখন জামিনে।
ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদারের করা মামলায় প্রধান আসামি করা হয় দিরাই উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে। তার নেতৃত্বেই হামলা হয় বলে অভিযোগ ওঠে। গ্রেপ্তারের পর এই মামলার তিন আসামি স্বাধীনের বিরুদ্ধে আদালতে স্বীকারোক্তিও দেন।
গত ২১ জুন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে স্বাধীনও জামিনে মুক্তি পান।
ঝুমনের স্ত্রী ও সন্তান
তবে ঝুমনের আজ পর্যন্ত জামিন হয়নি। প্রায় সাড়ে চার মাস ধরে তিনি জেলে। হাইকোর্টও ফিরিয়ে দিয়েছে তার জামিন আবেদন।
ঝুমন দাসের জামিনের জন্য প্রথমে হাকিম আদালতে আবেদন করে পরিবার। আদালত তা খারিজ করে দেয়। এরপর গত ১৬ মে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়। সেখানে জামিন না পেয়ে পরিবার যায় উচ্চ আদালতে। উচ্চ আদালতও ঝুমনকে জামিন দেয়নি।
এ বিষয়ে ঝুমন দাসের ভাই নুপুর দাস বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাস দেয়া কি হামলা-লুটপাটের চেয়েও বড় অপরাধ? যারা পুরো গ্রামে তাণ্ডব চালাল, গ্রামের সব বাড়ি ভাঙচুর করল তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া সবাই জামিন পেয়ে গেছে। অথচ আমার ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাড়ে চার মাস ধরে জেলে আছে।’