চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী রেজিস্ট্রেশন ছাড়া নিজ এলাকায় ২ হাজার টিকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এ টিকা কার্যক্রম পরিচালনা করেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) রবিউল হোসেন।
এ ঘটনায় বিভাগীয় তিন সদস্যের তদন্ত কমিটি করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসান শাহারিয়ার।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অজয় দাশের নেতৃত্বে তদন্ত কমিটিতে আছেন ডেপুটি সিভিল সার্জন আসিফ খান ও নুরুল হায়দার।
দুই কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ফজলে রাব্বি।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথের মাধ্যমে জেনেছি। এ ঘটনায় যেহেতু বিভাগীয় অফিস থেকে তদন্ত কমিটি হয়েছে, তারা প্রতিবেদন দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ নিউজবাংলাকে বলেন, ‘রবিউল আমাকে টিকাদান কর্মসূচির কথা বলেছিলেন, তবে আমি নিষেধ করে দিয়েছিলাম। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি নিজ এলাকায় সরকারি ঘোষণার আগে টিকা দিয়ে দিলেন। তা আমি জানার পর তৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
তবে এ বিষয়ে মন্তব্য জানতে রবিউল হোসেনের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।