বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে রোববার রাত ১০টা পর্যন্ত লঞ্চ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে লঞ্চ মালিক সমিতি।
এ সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, সরকার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চালু রাখার নির্দেশ দিলেও এ নৌপথে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে তারা রাত পর্যন্ত লঞ্চ চালু রাখবেন।
এ নৌপথে রোববার সকাল থেকে চলছে ৮৭টি লঞ্চ। প্রতিটিই অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ভিড়ছে।
নিউজবাংলাকে মনিরুজ্জামান বলেন, ‘বেলা ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা থাকলেও সব দিক বিবেচনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষও।
ট্রাফিক ইনচার্জ (টিআই) আক্তার হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে লঞ্চ চালু রাখা সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লঞ্চ চলতে থাকবে। তবে কয়টা পর্যন্ত চলবে তা এখনও বলা যাচ্ছে না।’