চাঁদপুরে শোকের মাস আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের নেতারা।
চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে রোববার রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্সেদ জুয়েল এবং জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করে যাবে। বিশেষ করে করোনার এই সংকটময় সময়ে মানুষের পাশে থাকবে।’
জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন। আজকে গভীর শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুকে স্মরণ করছি। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত সকল খুনিদের বিচার চাই।’