মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে খাদে পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে টোল প্লাজার ৩ স্টাফসহ ৬ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
উপজেলার আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজা এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বরগুনা থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫৬৭৮৭) বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে পিকআপে কয়েকজন যাত্রী উঠেন। ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙ্গে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ২ জন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
শিবচরের ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে নেয়ার পরে টোল প্লাজার স্টাফ নির্মল, মাইনুল ইসলাম সোহান ও পুলকের মৃত্যু হয় বলে টোল প্লাজার স্টাফ আনিস জানান।
দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের মিরাজ, চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের আরিফ ও পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলার পসারিয়া গ্রামের হান্নান গাজী নিহত হয়।
টোল প্লাজার স্টাফ আনিস জানান, টোল প্লাজায় যে স্টাফরা কাজ করছিলেন ট্রাকটি তাদের ওপর উঠে যায়। ট্রাকে পিষ্ট হয়ে আমাদের ৩ জন স্টাফ নির্মল, সোহান, পুলক ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে মারা যান।