বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিকলবন্দি রবিউলের পাশে ইউএনও

  •    
  • ৩১ জুলাই, ২০২১ ২০:৩৬

‘রবিউলের বাড়িতে গিয়ে তার বাবার হাতে চিকিৎসা বাবদ প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি রবিউলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে।’

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পশ্চিম চরবর্ণি গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক রবিউল মোল্লার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ ওই যুবকের বাড়িতে গিয়ে তার বাবার হাতে খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য অর্থ সহায়তা তুলে দেন।

শুক্রবার অনলাইন নিউজপোর্টাল নিউজবাংলায় ‘মাটির গর্তে ১৫ বছর শিকলবন্দি’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের। শনিবার দুপুরেই ওই যুবকের বাড়ি যান ইউএনও।

ইউএনও জানান, খবরটি জানার পরে রবিউল ও তার পরিবারের খোঁজ-খবর নেয়া হয়েছে। পরিবারটি হতদরিদ্র, ভালো চিকিৎসার ব্যবস্থা করার মতো অবস্থা তাদের নেই।

তিনি বলেন, ‘রবিউলের বাড়িতে গিয়ে তার বাবার হাতে চিকিৎসা বাবদ প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি রবিউলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে।’

‘ক্ষুধার্তের আত্মচিৎকার’ নামে একটি ভার্চুয়াল গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ শামীম জানান, রবিউলের থাকার জন্য একটি ঘর এবং চিকিৎসার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ২১ হাজার টাকা দিয়েছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, প্রয়োজনে রবিউলকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হবে।

রবিউলের পরিবারের সদস্যরা জানান, তার বয়স যখন সাত-আট বছর, তখন জ্বর হয়েছিল। এরপর ধীরে ধীরে তার হাত-পা শুকিয়ে যেতে থাকে। মানসিক সমস্যাও দেখা দেয়। একপর্যায়ে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।

এরপর প্রায় ১৫ বছর ধরে শিকলবন্দি অবস্থায় মাটির গর্তে বাস করছেন রবিউল। প্রায় ১১ ফুট ব্যাস ও ৬ ফুট গভীর গোলাকার মাটির গর্তটি নিজের হাত দিয়ে খুঁড়েছেন তিনি। সেখানেই কাটে এখন তার দিন।

এ বিভাগের আরো খবর