বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাকাতি করতে থামালেন গোয়েন্দা পুলিশের গাড়ি, গ্রেপ্তার ৩

  •    
  • ৩১ জুলাই, ২০২১ ২০:১০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা রোডের মাথায় টঙ্গী-ঘোড়াশাল মহাসড়ক থেকে শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে ডাকাতির চেষ্টার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি রাম দা জব্দ করা হয়।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা রোডের মাথায় টঙ্গী-ঘোড়াশাল মহাসড়ক থেকে শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাপুর বেলাবো সিকদার বাড়ি এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর, নরসিংদী মাধবদী থানার ভগিররথপুর এলাকার সাইফুল ইসলাম ও একই এলাকার আশিক মিয়া।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, কালীগঞ্জ থানা এলাকায় মাইক্রোবাসে করে টহল ও মাদক উদ্ধার অভিযানে ছিল পুলিশ সদস্যরা। শুক্রবার রাত সোয়া দুইটার দিকে কালিগঞ্জ থানার গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা রোডের মাথায় টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি দল পিস্তল উঁচু করে মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেয়।

মাইক্রোবাস থেকে পুলিশ নামলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে তিন জনকে আটক করা হয়।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনিবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর