বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালে ভেসে যাওয়া যুবকের পরিচয় শনাক্ত

  •    
  • ৩১ জুলাই, ২০২১ ১৭:৩১

২৮ জুলাই সকালে বৃষ্টির মধ্যে নাশতা আনতে যান ওই যুবক। জলাবদ্ধতার মধ্যে আকবর শাহ থানার টোল রোড এলাকার কালির ছড়া স্লুইসগেট এলাকায় খালে পড়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় সেদিনই আকবর শাহ থানায় একটি জিডি করেন তার বাবা।

চট্টগ্রামে খালের পানিতে ভেসে যাওয়া যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

তারা জানিয়েছে, মৃত যুবকের নাম মো. মারুফ। তিনি নগরীর আকবর শাহ থানার লতিফপুর কালিরহাট এলাকার বাসিন্দা। স্থানীয় একটি কাঠের দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করতেন মারুফ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ শনাক্ত করে মারুফের বাবা মো. ফারুক।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করছেন আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) টিটু নাথ।

মারুফের বাবা ফারুক জানান, মারুফের মৃগী রোগ ছিল। ২৮ জুলাই সকালে বৃষ্টির মধ্যে নাশতা আনতে যান তিনি। জলাবদ্ধতার মধ্যে থানার টোল রোড এলাকার কালির ছড়া স্লুইসগেট এলাকায় খালে পড়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় সেদিনই আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফারুক।

তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় খাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ আমাদের খবর দেয়। আজকে (শনিবার) হাসপাতালে এসে আমার ছেলের মরদেহ শনাক্ত করেছি।’

এসআই টিটু নাথ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে থানার ওই খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিকেল পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। থানায় জিডি থাকার কারণে সন্ধ্যায় মারুফের পরিবারকে একটি মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। শনিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এসে পরিচয় নিশ্চিত করে তার বাবা।

ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটুপানিও জমেছে।

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা, সিডিএ, কর্ণফুলী, হালিশহর, আগ্রাবাদসহ বেশ কিছু এলাকা এখনও জলাবদ্ধ। চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী৷

এ বিভাগের আরো খবর