বরিশালের বেলতলা খেয়াঘাটে পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নগরীর ভাটারখাল সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে শনিবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের নৌ স্টেশন কর্মকর্তা মো. শারাফাত।
তিনি জানান, শুক্রবার খোঁজাখুজি করেও পাওয়া যায়না শাহিনকে। শনিবার সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখে ভাটারখাল এলাকার লোকজন। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম শাহিন খলিফা। ৩৫ বছর বয়সী শাহিন বরিশাল সদরের চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকারই চা দোকানদার।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালে দোকানের মালামাল কিনতে বরিশাল শহরে যান শাহিন। বেলতলা ঘাটে ফেরির অপেক্ষায় পন্টুনের মাথায় ঘুমঘুম অবস্থায় বসে থাকেন তিনি। একপর্যায়ে তিনি পন্টুন থেকে পড়ে যান। পরপরই কাউনিয়া থানার পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কীর্তনখোলায় খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল পর্যন্তও শাহিনের সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।