বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক মাসে বন্ধ হলো ১২ বাল্যবিয়ে

  •    
  • ৩১ জুলাই, ২০২১ ১৪:৩৯

ইউএনও আনিসুর রহমান নিউজবাংলাকে জানান, মেয়েটি স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। ভ্রাম্যমাণ আদালত বিয়ে বন্ধ করে মেয়ের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝালে তিনি তার ভুল বুঝতে পারেন। আর মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

সিরাজগঞ্জের চৌহালীতে কঠোর লকডাউনে আবারও আয়োজন হয় বাল্যবিয়ের।

উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরিয়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বিয়ে বন্ধ করেন চৌহালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ইউএনও আনিসুর রহমান নিউজবাংলাকে জানান, মেয়েটি স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। ভ্রাম্যমাণ আদালত বিয়ে বন্ধ করে মেয়ের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝালে তিনি তার ভুল বুঝতে পারেন। আর মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

বাল্যবিবাহ বন্ধে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান।

ইউএনও আনিসুর বলেন, ‘করোনার আগে থেকেই আমরা বাল্যবিয়ের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতিটি গ্রামেই উঠান বৈঠক করেছি। তারপরও চরাঞ্চলের মানুষ সচেতন না হয়ে এই কঠোর লকডাউনের মধ্যে বাল্যবিয়ের আয়োজন করে থাকে।

‘এ নিয়ে এক মাসে ১২টি বাল্যবিয়ে বন্ধ করেছি। আমরা চাই সবাই সচেতন হয়ে এই বাল্যবিয়ে বন্ধের প্রতিরোধ গড়ে তুলুক।’

এ বিভাগের আরো খবর