ফরিদপুরের রবিউল মোল্লার বয়স যখন সাত-আট বছর, তখন তার জ্বর হয়েছিল। এরপর ধীরে ধীরে তার হাত-পা শুকিয়ে যেতে থাকে। মানসিক সমস্যাও দেখা দেয়। একপর্যায়ে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।
মানসিক ভারসাম্য হারানোর পর প্রায় ১৫ বছর ধরে শিকলবন্দি অবস্থায় মাটির গর্তে বাস করছেন রবিউল। প্রায় ১১ ফুট ব্যাস ও ৬ ফুট গভীর গোলাকার মাটির গর্তটি অবশ্য কেউ তৈরি করে দেয়নি। নিজেই হাত দিয়ে ওই গর্ত খুঁড়েছেন ৩৫ বছরের রবিউল। সেখানেই কাটে এখন তার দিন।
রবিউলের বাড়ি বোয়ালমারী উপজেলার পশ্চিম চরবর্ণি গ্রামে। তিনি ওই গ্রামের ভ্যানচালক নুরুল মোল্লার তিন সন্তানের মধ্যে সবার বড়।
বাড়ির বড় সন্তানের এমন অবস্থায় অনেকটাই দিশেহারা তার নিম্ন মধ্যবিত্ত পরিবার। সঠিকভাবে চিকিৎসার সামর্থ্য না থাকায় ছেলেকে নিয়ে কী করবেন, তা নিয়ে দুশ্চিন্তা কখনও পিছু ছাড়েনি তার মা-বাবার।
রবিউলের বাড়িতে গিয়ে পরিত্যক্ত চৌচালা একটি টিনের ঘরে কোমরে তালাসহ শিকল লাগানো অবস্থায় তাকে পাওয়া যায় প্রায় ৬ ফুট গভীর মাটির গর্তে। অনেকটা আলো-বাতাসহীন ওই গর্তেই তার দিন কাটে বলে জানান পরিবারের সদস্যরা।
তারা জানান, প্রায় ১৫ বছরের শিকলবন্দি জীবনে ঘরের মাটি হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে রবিউল তৈরি করেছেন নিজের এই পৃথিবী। গোলাকার গর্তটির ব্যাস প্রায় ১১ ফুট এবং গভীর ৬ ফুট।
রবিউলের মা আসমানী বেগম বলেন, ‘রবিউলের সাত-আট বছর বয়সে জ্বর হয়েছিল। অসুস্থতার পর ধীরে ধীরে তার হাত-পা শুকিয়ে যেতে থাকে। পরিবারের সাধ্যমতো চিকিৎসক ও কবিরাজ দেখানো হলেও আর সুস্থ হয়নি সে।’
রবিউলকে দেখতে আসা স্থানীয় বাসিন্দা আসলাম শেখ জানান, রবিউলের পরিবারের এই অসহায় অবস্থা দেখে তাদের ভালো লাগে না। সমাজের বিত্তবানদের কেউ যদি একটু এগিয়ে আসত, পরিবারটির সহায়তায় তাহলে খুব ভালো হতো।
তিনি বলেন, সরকারিভাবে উদ্যোগ নিয়ে রবিউলের চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো তিনি অন্যদের মতো জীবনযাপন করতে পারবেন।
উপজেলার ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাছির মো. সেলিম বলেন, ‘ওর পরিবার অসহায়। ওকে ছেড়ে দিলে দূরে চলে যায়, যে কারণে ওর পরিবার বাধ্য হয়েই বেঁধে রেখেছে। তবে এভাবে বেঁধে রাখাও ঠিক নয়।’
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র জানান, রবিউলের বিষয়টি তাদের নজরে এসেছে। তারা খোঁজ নিয়ে রবিউলের চিকিৎসায় সহায়তা করবেন।
মাটির গর্তে বেঁধে রাখার বিষয়ে তিনি বলেন, ‘কোনোভাবেই বিষয়টি সঠিক হয়নি। একজন মানুষ হিসেবে তার ওপর অন্যায় করা হয়েছে।’