নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে থেকে শুক্রবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পলিথিনের ভেতরে কালো স্কচটেপ মোড়ানো ককটেলগুলো উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
এসপি নিউজবাংলাকে জানান, শুক্রবার সকালে একটি কবরের পাশে পলিথিনে মোড়ানো কালো কিছু বস্তু দেখতে পাওয়া গেছে জানিয়ে থানায় খবর দেন কবরস্থানের কর্মীরা। পুলিশ গিয়ে সেগুলো ককটেল বলে শনাক্ত করে। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়া হয়।
ঘটনাস্থলে থাকা আড়াইহাজার থানার উপপরিদর্শক আবদুল রহমান নিউজবাংলাকে জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে ডিএমপির দল।