জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।
উপজেলার পৌর সদরের আলেকের মোড় সাজিপাড়া গ্রামে শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকালে ওই গ্রামের সবজি বিক্রেতা আলী আকবর নিজ ঘরে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মালেকাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর নিজে বিষ পান করেন।
আলী আকবরের বড় ভাই আব্দুর রহমান জানান, তারা আলাদা বাড়িতে থাকেন। তারা সবাই জানত যে, আকবর ও আয়েশার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রতিবেশিদের মাধ্যমে তারা জানতে পারেন বাড়িতে আকবরের ছেলে মেয়ে কেউ ছিল না। এ সময় তিনি তার স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজে বিষ পান করেন।
ওসি জানান, ঘটনার পরে প্রতিবেশীরা জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে আয়েশার মরদেহ উদ্ধার করে আকবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ও রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়।
মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আকবরের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিয়ে তদন্ত করে মামলা হবে বলেও জানান ওসি।