নাটোরের লালপুর থানায় চুরির মামলায় গ্রেপ্তার আসামি আদালতের পুলিশের কাছ থেকে পালিয়েছে।
আদালত পরিদর্শকের কক্ষের সামনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
পলাতক মনিরুল ইসলামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, থানায় একটি চুরির মামলায় বুধবার রাতে মনিরুলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মনিরুলসহ অন্য আসামিদের নাটোর আদালতে পাঠানো হয়। এ সময় পুলিশের গাড়ি থেকে আসামিদের নামানোর পর আদালত পরিদর্শকের কক্ষের সামনে থেকে কোনো এক ফাঁকে পালিয়ে যায় মনিরুল।
পরে আসামি গণনার সময় তা জানতে পারেন পুলিশ সদস্যরা। মনিরুলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
তবে এই বিষয়ে কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম কোনো কথা বলতে রাজি হয়নি।