বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীতলক্ষ্যায় ভেসে উঠেছে নিখোঁজ যুবকের মরদেহ

  • ইফতেখার রায়হান, গাজীপুর   
  • ২৯ জুলাই, ২০২১ ২৩:১৩

যুবকের পরিবারের দাবি, পুলিশ ধাওয়া করায় নদীতে ঝাঁপ দেন ওই যুবক। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। নিখোঁজের দুদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয়ার দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা এলাকার শীতলক্ষ্যা নদীর অংশ থেকে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নারায়ণগঞ্জের কলিঙ্গার শীতলক্ষ্যা নদীতে রাব্বির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

এর আগে, বুধবার ফায়াস সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালালেও রাব্বির খোঁজ পায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আব্দুল জলিল জানান, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দলের ছয় সদস্য রাব্বির সন্ধানে শীতলক্ষ্যা নদীতে অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত চলে অভিযান। তখনও ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।

মৃত রাব্বি হাসানের বাড়ি কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টিউরি গ্রামে। তিনি স্থানীয় একটি বেসরকারি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

রাব্বির ফুফাতো বোন ফারহানা মিলি জানান, মঙ্গলবার রাতে গ্রামের বঙ্গবন্ধু বাজার এলাকায় শীতলক্ষ্যায় নোঙর করা একটি জাহাজে বসে কয়েকজন বন্ধুসহ আড্ডা দিচ্ছিলেন রাব্বি। এ সময় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামসহ পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়ায় তারা ছোটাছুটি করেন। এ সময় রাব্বি নদীতে ঝাঁপ দেন।

রাব্বির বাবা খোকন মিয়ার অভিযোগ, পুলিশ আসার খবরে রাব্বি পানিতে ঝাঁপ দেন। এ সময় পুলিশের সঙ্গে থাকা এক ব্যক্তি (সোর্স) নদীতে নেমে রাব্বিকে পানিতে চোবাতে থাকে। পরে ওই ব্যক্তি পানি থেকে উঠে আসলেও রাব্বি নিখোঁজ হন।

কালীগঞ্জ থানার ওসি মিজানুল হক বলেন, ‘মঙ্গলবার রাতে পুলিশ বঙ্গবন্ধু বাজার এলাকায় মাদকের বিশেষ অভিযানে গিয়েছিল। এ সময় অভিযানস্থলের কাছে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা একটি জাহাজে মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৫-১৬ জন যুবক পালিয়ে যান।

‘বুধবার জানতে পারলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাব্বি নামে এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।’

ওসি জানান, নিখোঁজের বিষয়ে কেউ তাদের কিছু বলেনি। থানায় কেউ সাধারণ ডায়েরি (জিডি) করতেও আসেনি।

ময়নাতদন্তের জন্য রাব্বির মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিভাগের আরো খবর