কঠোর লকডাউন উপেক্ষা করে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানা খোলা রাখায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বৃহস্পতিবার দুপুরে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশে লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানাটির গেট বন্ধ রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল। সুনির্দিষ্ট তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালায়।
প্রশাসনের কর্মকর্তারা কারখানার ফটকে এলেও কর্তৃপক্ষ না খোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফটক টপকে কারখানায় ঢোকেন। ওই সময় কারখানাটিতে কয়েক শ শ্রমিক কাজ করছিলেন। পরে কারখানার মালিকপক্ষকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জরিমানা আদায়ের পর শ্রমিকদের বের করে দিয়ে কারখানা বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।