চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার একটি আবাসিক এলাকা থেকে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুলগাঁও এলাকার স্টার হাউজিং সোসাইটির একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম জহির উদ্দিন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘মৃত ব্যক্তি ওই এলাকার জাফর টাউরে নিরপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে জাফর টাওয়ারের পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য খোঁড়া গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাই। তার মাথায় আঘাতের চিহ্ন ছিলো।’
এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।