বগুড়ায় বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ওই পুলিশ সদস্যকে বুধবার রাতে জেলার শেরপুর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
ওই পুলিশ সদস্যের নাম পারভেজ হোসেন। তিনি শেরপুর থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, উপজেলার গোসাইবাড়ি গ্রামের এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক হয় পারভেজের। বুধবার রাতে ওই নারীর স্বামী বাড়ি ছিলেন না। কৌশলে তার ঘরে প্রবেশ করেন কনস্টেবল পারভেজ।
পরে রাত ১১টার দিকে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পারভেজ এবং ওই গৃহবধূকে অবরুদ্ধ করে থানায় খবর দেন। পরে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ কুমার মোহন্ত পারভেজকে থানায় নিয়ে আসেন।
ওসি শহিদুল বলেন, ‘পুলিশ সদস্য পারভেজের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। তাকে বুধবার রাতেই বগুড়া পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।’