বুধবার রাতে একদল দুর্বৃত্ত ঘরের খোলা জানালা দিয়ে চেতনানাশক কিছু স্প্রে করে অসীম বরণ ও তার স্ত্রীকে অজ্ঞান করে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সাতক্ষীরার বাকাল বারুইপাড়ার বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
অসীম বরণ চক্রবর্তীর স্বজনরা জানান, বুধবার রাতে একদল দুর্বৃত্ত ঘরের খোলা জানালা দিয়ে চেতনানাশক কিছু স্প্রে করে অসীম বরণ ও তার স্ত্রীকে অজ্ঞান করে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক জানান, চুরির খবর শোনামাত্র সেখানে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।