বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রামবাসীর সংঘর্ষে পা হারালেন যুবক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জুলাই, ২০২১ ১৪:০৬

ওই গ্রামে আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় মিরাজ খান ও কাশেম তালুকদারের মধ্যে বিরোধ ছিল। এর জেরে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। সে সময় প্রতিপক্ষের লোকজন মিরাজ ও নাজমুলকে এলোপাতারি কোপাতে থাকেন। এতে নাজমুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। 

মাদারীপুরের কালকিনিতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বাবা-ছেলে আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়েছে তাদের একজনের পা।

উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মিরাজ খান ও তার ছেলে নাজমুল খান। এর মধ্যে পা বিচ্ছিন্ন হওয়া নাজমুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় মিরাজ খান ও কাশেম তালুকদারের মধ্যে বিরোধ ছিল। এর জেরে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। সে সময় প্রতিপক্ষের লোকজন মিরাজ ও নাজমুলকে এলোপাতারি কোপাতে থাকেন। এতে নাজমুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হওয়া পা উদ্ধার করে।

ওসি ইসতিয়াক জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষই অভিযোগ নিয়ে থানায় এসেছে। মামলার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর