গাজীপুর সদরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দশম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে।
বুধবার দুপুরে উপজেলার সিংড়াতলী গ্রামের ভাতুর ভিটা এলাকার একটি খালে ডুবে মারা যায় ওই কিশোর।
বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দশম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে।
মৃত ১৫ বছর বয়সী আল রাহাত রিমন স্থানীয় সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির দশম শ্রেণীর ছাত্র এবং রতন মিয়ার ছেলে। রতন মিয়া কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের ল্যাব সহকারী।
তার বাড়ি নরসিংদির রায়পুরা থানায়। সে পরিবারের সাথে শ্রীপুরে কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে থাকত।
সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ মিলন নিউজবাংলাকে জানান, বুধবার দুপুর ১২টার দিকে রিমন তার বন্ধুদের সঙ্গে ভাতুর ভিটা এলাকায় তুল খামাড়ের পাশের খালে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে তার বন্ধুদের ডাকে স্থানীয়রা এসে রিমনকে মৃত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ তার বাসায় নেয়া হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, রিমনের স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে নিজেরাই নিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।